1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বিদেশে পাঠিয়ে খালেদা জিয়ার জীবন রক্ষার আহ্বান মির্জা ফখরুলের - Uttarkon
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম:

বিদেশে পাঠিয়ে খালেদা জিয়ার জীবন রক্ষার আহ্বান মির্জা ফখরুলের

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ১২৯ বার প্রদশিত হয়েছে

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারিরীক অবস্থা ভালো না জানিয়ে অবিলম্বে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির আয়োজিত আলোচনাসভায় বক্তব্যে এই আহ্বান জানান তিনি। মহাসচিব বলেন, ‘আমরা আহ্বান জানাতে চাই, অবিলম্বে দেশনেত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। তার জীবন রক্ষা করুন। এর সাথে রাজনীতিকে নিয়ে আসবেন না।’তিনি বলেন, ‘খালেদা জিয়ার আহ্বানে এ দেশের মানুষ গণতন্ত্রকে এরশাদের হাত থেকে ছিনিয়ে এনেছিল। আজকে সেই গণতন্ত্র পুরোপুরিভাবে হারিয়ে গিয়েছে। আজকে (আওয়ামী) স্বৈরাচারী সরকারের দমনপীড়নে দেশের গণতন্ত্রের সমস্তকিছু ধ্বংস হয়ে গেছে, অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। যিনি গণতন্ত্রের জন্য তার সারাটা জীবন অতিবাহিত করলেন। একজন গৃহবধূ হয়েও শুধুমাত্র জনগণের অধিকার আদায়ের জন্য রাস্তায় বেরিয়ে এসেছিলেন এবং পথে প্রান্তরে ছুটে বেরিয়েছিলেন, সেই খালেদা জিয়াকে আজ অন্যায় এবং বেআইনিভাবে মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা হয়েছে বছরের পর বছর। তিনি দীর্ঘ আড়াই বছর নির্জন কারাগারের একটি নিম্নমানের ঘরের মধ্যে ছিলেন। ফলে অনেকগুলো ব্যাধি তারমধ্যে সৃষ্টি হয়েছে। সেখানে কোনো চিকিৎসার সুযোগ ছিল না। ভালো চিকিৎসা না দেয়ায় আজকে তার অনেক রোগ দেখা দিয়েছে।’ ফখরুল বলেন, বন্ধুগণ, ‘‘আমরা সবাই জানি তিনি (খালেদা জিয়া) আমাদের হৃদয়ের কত কাছের মানুষ। এ দেশের ১৬ কোটি মানুষের কত কাছের মানুষ। একজন রিকশাওয়ালাকে জিজ্ঞেস করুন, তারাও দোয়া করেন, ‘আল্লাহ খালেদা জিয়াকে আপনি সুস্থ করে দেন’। একজন শ্রমিককে জিজ্ঞেস করুন, তিনিও বলবেন, ‘আল্লাহ খালেদা জিয়াকে মুক্ত করে দেন।’’’তিনি বলেন, খালেদা জিয়াকে অপমান করা মানে বাংলাদেশের স্বাধীনতাকে অপমান করা। আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শামসুজ্জামান দুদু, ঢাকা উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ বক্তৃতা করেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright &copy 2022 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies