1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বগুড়ায় বর্ণিলভাবে নবান্ন উৎসব পালিত - Uttarkon
রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম:
অক্টোবরে রেমিট্যান্স বেড়েছে ১৬.৭৫ শতাংশ উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশযাত্রার দিনক্ষণ চূরান্ত ফ্যাসিবাদ নির্মূলে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে : মির্জা ফখরুল বিদ্যুতের বকেয়ার জন্য বাংলাদেশকে সময় বেঁধে দিলো আদানি বই ফিরে পাচ্ছে আসল ইতিহাস: পাঠ্যবইয়ে ‘স্বাধীনতার ঘোষক’ জিয়াউর রহমান, আছেন ভাসানী-তাজউদ্দীন, থাকছেন সাঈদ-মুগ্ধ ইন্টারনেটের মেয়াদবিহীন প্যাকেজ চালুর আহ্বান উপদেষ্টা নাহিদের আজ মধ্যরাতে উঠছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা, প্রস্তুতিতে ব্যস্ত জেলেরা শপথ নিলেন চসিকের নতুন মেয়র ডা. শাহাদাত আজ থেকে পলিথিন বন্ধে দেশব্যাপী অভিযান শুরু বগুড়ায় মাহবুব আলী খাঁনের ৯০তম জন্মবার্ষিকীতে পরিবারের দোয়া মাহফিল

বগুড়ায় বর্ণিলভাবে নবান্ন উৎসব পালিত

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ১২২ বার প্রদশিত হয়েছে

বর্ণিলভাবে ও নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শিক্ষার্থীদের নাট্য সংগঠন কলেজ থিয়েটারের উদ্যোগে নবান্ন উৎসব উদযাপন করা হয়েছে। নুতন ধানের পিঠা পায়েশে মিষ্টি মুখ করে মঙ্গলবার বিকালে বগুড়া শহরের প্রধান প্রধান সড়কে নবান্ন উৎসবের র‌্যালী বের হয়। র‌্যালী শেষে চিরায়ত বাংলার ঐতিহ্যকে সামনে রেখে আলোচনা সভা ও পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার জেলা শহরের মুজিব মঞ্চ বাংলার ঐতিহ্যবাহি নানা কারুকাজে সাজানো হয়। কলেজ থিয়েটারে নবান্ন উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটার ও বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহাজাহান আলী। কলেজ থিয়েটারের আহ্বায়ক রবিউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া থিয়েটারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ বজলুর রশীদ রাজা, বাংলাদেশ গ্রাম থিয়েটারের আন্তর্জাতিক সম্পাদক আব্দুল হান্নান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, বগুড়া ইয়ূখ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু, উচ্চারণ একাডেমীর পরিচালক এড পলাশ খন্দকার। এসময় কলেজ থিয়েটারের যুগ্ম আহবায়ক ঐশি রায়সহ থিয়েটারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। নাটক আয়োজনে থাকছে তৌফিক হাসান ময়নার নবনাট্যায়নে ও শাহাদৎ হোসেনের নির্দেশনায় নাটক আছার উদ্দীন ছাফাতুল্লা ফকিরের জবানবন্দী এবং কনক কুমার পাল অলকের রচনা ও নির্দেশনায় নাটক নিদানকাল। এছাড়াও আমরা ক’জন শিল্পী গোষ্ঠীর আয়োজনে ‘নবান্ন উৎসব’ বিকেল ৪টায় শহরের মালতিনগরস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে (পুরাতন ভবন) অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright &copy 2022 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies