বাণিজ্যিকভাবে বগুড়া বিমানবন্দর চালুর লক্ষ্যে সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একটি প্রতিনিধি দল বগুড়া বিমানবন্দরের নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে প্রতিনিধি দল বগুড়া বিমানবন্দরের জমি, রানওয়ে, বিদ্যুৎ সরবরাহ, অফিস ও আবাসিক ভবনসহ অন্যান্য অবকাঠামোগত অব্স্থা অবগত হন। বাণিজ্যিকভাবে বিমানবন্দর চালু করতে জমি ও কিছু অবকাঠামোর প্রয়োজনীয়তার কথা বলেছেন প্রতিনিধিরা। বেবিচক প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উপসচিব ইশরাত জাহান পান্না। এছাড়া সদস্য হিসেবে ছিলেন উপ-পরিচালক (এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট) মো: মাসুদ রনা, নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো: আমিনুল হাসিব, সহকারী পরিচালক (সিএনএস) প্রশান্ত কুমার সাহা, সিনিয়র ড্রাফটম্যান কবির হোসেন। বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক জানান, বগুড়া বিমানবন্দর বাণিজ্যিকভাবে চালু করার বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সোমবার বগুড়া বিমানবন্দরের প্রাথমিক বিষয়গুলো পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তারা ঢাকায় ফিরে গেছেন। প্রতিনিধি দলের প্রধান উপসচিব ইশরাত জাহান পান্না বলেন, প্রাথমিক পরিদর্শন করা হয়েছে। বগুড়ার বিমানবন্দরে কী কী আছে সেটা নোট করা হয়েছে। বিমানবন্দরের জন্য আরো জমি প্রয়োজন রয়েছে বলে জানান তিনি।