নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ ১৪ ই নভেম্বর সারা দেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রামে মোট ৫টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ বছর এ উপজেলায় ৫টি কেন্দ্রে এসএসসি ও সমমান মোট পরীক্ষার্থীর সংখ্যা ১হাজার ৯শত ৭৭জন। পরীক্ষা সুষ্ঠ ও শান্তিপূর্ণ করার লক্ষে বিভিন্ন কেদ্র পরিদর্শন করেন, নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হানুল ইসলাম। সকাল সাড়ে ১০টায় ওমরপুর সতীশ চন্দ্র কারিগরি স্কুল এ্যান্ড বিএম কলেজ এসএসসি (ভোকেশনাল) কেন্দ্র পরিদর্শনে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত বলেন, পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠভাবে অনুষ্ঠিত হচ্ছে। ওই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ, কেন্দ্র সচিব ও সতীশ চন্দ্র কারিগরি স্কুল এ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ পরিতোষ চন্দ্র সরকার, ট্যাগ অফিসার একাডেমিক সুপারভাইজার নাসরিন সুলতানা, প্রভাষক জাকারিয়া লিটন, সহকারী কেন্দ্র সচিব মোঃ আলমগীর হোসেন প্রমুখ।