বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা : রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এম,পি বলেছেন,বর্তমান আওয়ামী লীগ সরকার রেলপথের উন্নয়ন ও যাত্রী সেবার মান বৃদ্ধির জন্য করছে। এরই ধারা বাহিকতায় বিরামপুর রেল স্টেশনকে আধুনিকায়ন এবং ওভার ব্রীজ নির্মাণ, ডাবল প্লাট ফরম নির্মাণ, প্লাট ফরম উঁচু করণ ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে রেলিং নির্মাণ করা হবে। বৃহস্পতিবার রাত ৮টায় (১১ নভেম্বর) বিরামপুর রেলস্টেশন আধুনিকরণে নির্মাণ কাজের উদ্বোধন কালে তিনি এ ঘোষণা দেন।
২ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার টাকা ব্যয়ে আধুনিক রেল স্টেশনের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রেলওয়ের মহাপরিচালক ডি.এম মজুমদার। উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রনালয়ের সচিব সেলিম রেজা, পশ্চিমাঞ্চল রেলের জেনারেল ম্যানেজার মিহির কান্ত গুহ, বিভাগীয় প্রকৌশলী আব্দুর রহিম, বিরামপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাছ আলী এবং দলীয় নেতৃবৃন্দ।