বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল একটি সুখী-সমৃদ্ধ-স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা। দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য বঙ্গবন্ধু গণমুখী সমবায় আন্দোলনের ডাক দিয়েছিলেন। সমবায় সম্পর্কে বঙ্গবন্ধুর চিন্তাধারা ছিল গভীর ও ব্যাপক। তিনি উন্নয়নের অন্যতম প্রায়োগিক পদ্ধতি হিসেবে সমবায়কে বিবেচনা করেছিলেন। বঙ্গবন্ধুর হাতে গড়ে ওঠা ‘মিল্কভিটা’ দেশের অন্যতম সমবায় প্রতিষ্ঠান। জাতির পিতার অন্যতম উন্নয়ন দর্শন ছিল ‘সমবায়’। বর্তমান সরকার সমবায়ের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে পরিশ্রম করছেন। সরকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে পদক্ষেপ নিয়েছেন। সরকারের এ লক্ষ্য পূরণে সমবায় সংগঠনগুলোকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। সমবায় দেশের কৃষি, মৎস্য চাষ, পশু পালন, দুগ্ধ উৎপাদন, ক্ষুদ্র ব্যবসা, নারীর ক্ষমতায়নসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নারী-পুরুষ মিলে সমবায়ের মাধ্যমে অর্থনীতিতে গুরুত্বপূর্ন অবদান রাখছেন, এতে করে গ্রামীণ অর্থনীতির চাকা সচল রয়েছে। শুধু ঋনদান নয়, সমবায়ের মাধ্যমে উন্নয়নের ধারা বেগবান করতে হবে। সমবায়ীদের প্রশিক্ষন প্রদান করে দক্ষ হিসেবে গড়ে তুলে উৎপাদনে ভুমিকা রাখতে হবে। তিনি শনিবার সকাল সাড়ে ১০ টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও সমবায় বিভাগ এবং সমবায়ীদের যৌথ আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমবায় ব্যাংক লি: বগুড়ার সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ডাবলু। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান ডা: মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু। বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা মাসুদ পারভেজ, সদর উপজেলা সমবায় কর্মকর্তা আতিকুর রহমান, সমবায় সমিতির প্রতিনিধি নুরুন্নবী, জাহাঙ্গীর হোসেন, রেহেনা আক্তার, হামিদুল হক তোতা প্রমুখ। পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন পূরনে কাজ করছেন। সরকারের প্রচেস্টা সফল করতে সমবায়ীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে জেলা সমবায় অফিসের পরিদর্শক আশিকুর রহমান ও পপী রানীর সঞ্চালনায় শ্রেষ্ঠ সমবায় সমিতি ও সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মানব কল্যান সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি, রেইনবো মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি:, সমতা মহিলা বহুমুখি সমবায় সমিতি লি:, সাবগ্রাম ইউনিয়ন তন্তুবায় সমবায় সমিতি লি:, মথুরা মৎসজীবি সমবায় সমিতি লি: এবং টিএমএসএস এমপ্লয়িজ কো-অপারেটিভ সোসাইটি লি: কে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিবে পুরস্কার দেয়া হয়। এছাড়া শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে মো: নুরুন্নবী, আনিছুর রহমান, রফিকুল ইসলাম ও আব্দুর রাজ্জাককে পুরস্কার দেয়া হয়। এর আগে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।