বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি)’র বঙ্গবন্ধু চেয়ার বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন আরও বলেন বঙ্গবন্ধু বলেছেন সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই। বিশ্ববিদ্যালয়গুলো সেই সোনার মানুষ গড়ার কারিগর। এখানে জ্ঞান উৎপাদন করা হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের প্রচেষ্টায় শিক্ষা অর্জনের মাধ্যমে জ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন করতে হবে। শিক্ষকের জ্ঞানের আলোয় আলোকিত হয় শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় হচ্ছে আলো ছড়ানোর প্রতিষ্ঠান। নিজেকে আলোকিত করার সর্বশেষ প্রতিষ্ঠান হচ্ছে বিশ্ববিদ্যালয়। এখান থেকে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তোমরা চাকুরীর পিছনে ছুটবে না। নিজেই নিজেকে চাকুরী দেবে। তিনি গতকাল পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (পিইউবি) ক্যাম্পাস রংপুর রোড গোকুল বগুড়ায় সামার-২০২১ ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ওরিয়েন্টেশনে স্পিকারের বক্তব্য রাখেন বুয়েটের সাবেক অধ্যাপক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষক অধ্যাপক ড.এম.কায়কোবাদ, সম্মানিত অতিথির বক্তব্য রাখেন প্রধান অতিথির পতœী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. শওকত আরা হোসেন, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ড. মোঃ মাহবুবুর রহমান, পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাস্ট্রি বোর্ডের ভাইস-চেয়ারম্যান ডাঃ মোঃ মতিউর রহমান, সেক্রেটারী এ.এইচ.এম গোলাম রসুল খান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আ.ন.ম.রেজাউল করিম প্রমূখ। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন মোঃ ফখরুল আলম সহল, আটকিয়া আরমান। ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মোজাফ্ফর হোসেন। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।