মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নাচে গানে উৎসবমুখর পরিবেশে পালিত হলো সমতলের ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সহরাই উৎসব। বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা কারিতাসের আশা প্রকল্পের সহযোগিতায় গত শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজীপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সহরাই উৎসব পালিত হয়। গবাদী পশুর সুসাস্থ্য কামনায় শ্যামা পূজার পরের দিন ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর উরাও ও পাহান সহ বিভিন্ন সম্প্রদায়ের লোকজন এ ধর্মীয় ও সামাজিক উৎসব পালন করে। এ উৎসব উপলক্ষে তারা দলবেধে নাচ-গান করে। নাচ গান শেষে এ উৎসব উপলক্ষে আলোচনা সভা ও অংশ গ্রহণকারী সাংস্কৃতিক দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কৃষ্ণ বারোয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন দিবর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ সরকার, চানপুকুর ধর্ম পল্লীর ফাদার বেলসারিয়া, কারিতাসের মাঠ কর্মকর্তা হোসন্না হাসদা, উরাও ছাত্র পরিষদের নওগাঁ জেলা সভাপতি যতিন টপ্য, সাংবদিক আজাদুল ইসলাম আজাদ প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী দলগুলো মাঝে পুরস্কার বিতরণ করা হয়।