বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলার পল্লীতে নেশার টাকার জন্য নিজ ছেলে কর্তৃক মাকে হত্যা করার ঘটনা ঘটেছে। জানা যায় উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্রামের বাবলু দেওয়ান ও ছবি বেগম দম্পতির একমাত্র ছেলে সবুজ হোসেন(২০) নেশায় আসক্ত হয়ে পড়ে। নেশার টাকার জন্য সে প্রায়ই মা- বাবার সাথে খুব খারাপ আচরন করতো। সম্প্রতি তার বাবা- মা একটি গরু বিক্রয় করে। ছেলের ভয়ে গরু বিক্রির ৫৪ হাজার টাকা মা ছবি বেগম( ৫০) তার কোমরে বেঁধে রাখতো। গত ৪ নভেম্বর বিকাল অনুমান ৩ টার দিকে মা ছবি বেগম মাঠে ঘাস কাটার জন্য গেলে ছেলে সবুজ ও পুত্র বধু রোখসানা পারভীন মাঠের মধ্যে শ্বাসরোধ করে ছবি বেগমকে হত্যা করে হাফেজ উদ্দিন এর ধান ক্ষেতে ফেলে রেখে টাকা নিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী দেখতে পেয়ে থানায় খবর দিলে থানা পুলিশ মৃত দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম, অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম, ওসি তদন্ত রায়হান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি আতিকুল ইসলাম এর বুদ্ধিদীপ্ততায় ও কলাকৌশলে অতি অল্প সময়ের মধ্যেই ঘাতক সবুজ ও তার স্ত্রী রোখসানাকে আটক করে থানা পুলিশ। নিহতের ভাই সাইফুল বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করে।