পশ্চিম বগুড়া সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির বিশেষ সাধারণ সভায় সর্বম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য নতুন কার্যনির্বাহি কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় শহরের নুরানী মোড়ে ওমর ফারুক স্কুল এন্ড কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি খোরশেদ আলম এর সভাপতিত্বে সভায় সমিতির মৃত সদস্যদের পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবর আলী মোল্লা’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি শাহ আখতারুজ্জামান ডিউক, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আব্দুল মতিন সরকার, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদ মিটুল, সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল, মালিক শ্রমিক যৌথ কমিটির সহ-সভাপতি আজিজুর রহমান লিটন, জেলা পিকআপ মালিক সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বুলবুল, শ্রমিকলীগ নেতা জালাল উদ্দিন শেখ, অটোরিক্সা মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সাজু। সমিতির ৭ শতাধিক সদস্যদের অংশগ্রহনে বিশেষ সাধারণ সভায় নবনির্বাচিত নেতৃবৃন্দ হলেন সভাপতি খোরশেদ আলম, কার্যকরী সভাপতি মো: শহিদুল ইসলাম কবিরাজ, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক বাবর আলী মোল্লা, সহ-সাধারণ সম্পাদক মোকছেদ আলী, সাংগঠনিক সম্পাদক এনামুল হক আইনুর, কোষাধ্যক্ষ আইনুল হক, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, সড়ক সম্পাদক পিলু সরদার, প্রচার সম্পাদক সাজেদুল আলম রিপন, ক্রীড়া সম্পাদক রুহুল আমিন পাইকাড়। সভায় প্রয়াত পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা সহ দেশ জাতির কল্যান কামনা করা হয়। সভায় সমিতির প্রয়াত দুইজন সদস্যর পরিবারকে নগদ ১ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে।