বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস-২০২১ পালন করা হয়েছে। ” দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন এবং উপজেলা যুব উন্নয়ন দপ্তরের আয়োজনে ১ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় জাতীয় যুব দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন সংসদ সদস্য মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম এর হাতে জাতীয় যুব দিবসের স্মরণিকা তুলে দেন। এরপর উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম। আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান, ভাইস- চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু, মুক্তিযোদ্ধা জবির উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ প্রমুখ। শেষে প্রশিক্ষিত ৭ জন যুবক ও যুবতীর মাঝে ৫ লক্ষ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক এবং অন্যান্য প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।