বগুড়ায় জেলা পুলিশের আয়োজনে স¤প্রীতি সমাবেশ করা হয়েছে। শনিবার বিকেলে শহরের শহীদ খোকন পার্ক এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মো. জিয়াউল হক। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। সমাবেশের শুরুতে জাতীয় সংগীত পাঠের পরে দেশের প্রধান চার ধর্মের পবিত্র ধর্ম গ্রন্থ থেকে উপস্থিত সবাইকে পাঠ করে শুনানো হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা পূজা উদযাপন কমিটির নেতা সগর কুমার রায়, কারবালা মাদ্রাসার মহাদ্দিস মওলানা কাজী ফজলুল করিম,বগুড়া কমিউনিটি পুলিশিং আহব্বায়ক মোজাম্মেল হক লালুসহ আরো অনেকে।
বক্তারা বলেন, দেশে যারা সা¤প্রদায়িক হামলা চালিয়েছে তারা দেশের মানবতা, মুক্তিযুদ্ধের চেতনা এবং সংস্কৃতির ওপর আঘাত করেছে। বাংলাদেশে সাধারণ মানুষেরা যুগ যুগ থেকে স¤প্রীতি নিয়ে বসবাস করে। গুটিকয়েক কতিপয় ধর্মান্ধদের জন্য এদেশের মানুষদের স¤প্রীতি কখনও নষ্ট হবেনা। স¤প্রীতি দিয়ে মহান ৭১-এ বঙ্গবন্ধুর নেতৃত্বে এ দেশ স্বাধীনতা অর্জন করেছে। সমাবেশে তরুণদের ডিজিটাল প্লাটফর্ম ব্যবহারেরে ক্ষেত্রে আরও বেশি সজাগ থাকা আহব্বান জানানো হয়। শেষে সন্ধ্যায় জেলার বিভিন্ন সংগঠনের শিল্পীদের অংশগ্রহণে সংস্কৃতি অনুষ্ঠান আয়োজিত হয়।
এছাড়াও পৃথকভাবে জেলার সকল থানা, পুলিশ ফাঁড়ি ও ১১৪টি বিট পুলিশিং এলাকায় দিনব্যাপি স¤প্রীতি সমাবেশ করা হয়।