কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার হাট-হাজার গুলোতে নিত্যপণ্যের মুল্যের উর্ধগতিতে সরকারি টেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবির) পণ্য কেনার জন্য মানুষের উপচে পড়া ভীর। টিসিবির পণ্য মুল্য সাশ্রয়ী হওয়ায় মালামালের ট্রাক আসার খবর শুনলেই ধনী-গরীবসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সকাল থেকেই কাহালু উপজেলা চত্বরে ছুঁটে আসেন। বিভিন্ন হাট-বাজার ঘুরে লক্ষ করা গেছে বাজারে সয়াবিন তৈলের মুল্য ১৫৫ থেকে ১৬০ টাকা লিটার, মশুড় ডাল মোটা ৮৮ টাকা ও চিকন ১২০ টাকা কেজি, দেশী পেঁয়াজ ৬০ টাকা কেজি ও চিনি ৮০ টাকা কেজি। এই পণ্য গুলোই টিসিবির মাধ্যমে দেওয়া হচ্ছে সয়াবিন তৈল ১০০ লিটার, মশুড় ডাল ৫৫ টাকা কেজি, ভারতীয় পেঁয়াজ ৩০ টাকা কেজি, চিনি ৫৫ টাকা কেজি। এদিকে বাজারে নিত্য প্রয়োজনীয় সব ধরনের জিনিসপত্রের মুল্য বৃদ্ধি হওয়ায় কিছুটা সাশ্রয়ের জন্য টিসিবির পণ্য কিনতে সব শ্রেণীপেশার মানুষের আগ্রহ বেশী। কাহালু উপজেলা চত্বরে সপ্তাহে তিনদিন টিসিবির ট্রাক আসে। সপ্তাহের ওই তিনদিনই অসংখ্য মানুষ সকাল থেকেই উপজেলা চত্বরে বসে থাকে। টিসিবির মালামালের ট্রাক আসা মাত্রই ট্রাকের সামনে হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা।