1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
আট উইকেটে হার বাংলাদেশের - Uttarkon
রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
অক্টোবরে রেমিট্যান্স বেড়েছে ১৬.৭৫ শতাংশ উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশযাত্রার দিনক্ষণ চূরান্ত ফ্যাসিবাদ নির্মূলে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে : মির্জা ফখরুল বিদ্যুতের বকেয়ার জন্য বাংলাদেশকে সময় বেঁধে দিলো আদানি বই ফিরে পাচ্ছে আসল ইতিহাস: পাঠ্যবইয়ে ‘স্বাধীনতার ঘোষক’ জিয়াউর রহমান, আছেন ভাসানী-তাজউদ্দীন, থাকছেন সাঈদ-মুগ্ধ ইন্টারনেটের মেয়াদবিহীন প্যাকেজ চালুর আহ্বান উপদেষ্টা নাহিদের আজ মধ্যরাতে উঠছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা, প্রস্তুতিতে ব্যস্ত জেলেরা শপথ নিলেন চসিকের নতুন মেয়র ডা. শাহাদাত আজ থেকে পলিথিন বন্ধে দেশব্যাপী অভিযান শুরু বগুড়ায় মাহবুব আলী খাঁনের ৯০তম জন্মবার্ষিকীতে পরিবারের দোয়া মাহফিল

আট উইকেটে হার বাংলাদেশের

  • সম্পাদনার সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ১৪০ বার প্রদশিত হয়েছে

বাংলাদেশকে আট উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। আবুধাবিতে বাংলাদেশের ছুড়ে দেয়া ১২৫ রানের জবাবে ৩৫ বল হাতে রেখে আট উইকেট জয় পায় ইংল্যান্ড। জেসন রয় করেন ৬১ রান। ডেভিড মালান ২৮ রানে অপরাজিত থাকেন। পতন হওয়া ইংল্যান্ডের দুই উইকেটের একটি দখল করেন নাসুম আহমেদ। অপরটি পেয়েছেন বিশ্বকাপে অভিষেক হওয়া শরিফুল ইসলাম।
এর আগে নাসুম আহমেদের ঝড়ো ইনিংসে ইংল্যান্ডকে ১২৫ রানের টার্গেট দেয় বাংলাদেশ। সাকিব মাহমুদুল্লার ব্যাটিং ব্যর্থতার দিনে ৯ বলে ১৯ রান করেন নাসুম। এরমধ্যে আদিল রশিদের করা ১৯তম ওভারে ১৭ রান করেন এই স্পিনার। নাসুম ছাড়া এদিন কারো ব্যাট থেকেই বলার মতো রান আসেনি।
দলের হয়ে ৩০ বলে সর্বোচ্চ ২৯ রান করেছেন মুশফিক। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ ১৮ ও নুরুল হাসান সোহান ১৯ রান করেন।
এদিন ৫০ বল ডট দিয়েছে বাংলাদেশের ব্যাটাররা। ইংল্যান্ডের টাইমাল মিলস তিনটি, মঈন আলী ও লিয়াম লিভিংস্টোন দুটি করে উইকেট দখল করেন।
টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেননি টাইগার ওপেনারদ্বয়। মঈন আলীর করা ২.২ ওভারে উড়িয়ে মারতে গিয়ে লিয়াম লিভিংস্টোনের তালুবন্দি হন লিটন। ফেরার আগে ৮ বলে ৯ করেন লিটন। এরপরের বলেই মোহাম্মদ নাঈমকে ফেরান মঈন। আগের ম্যাচে ৬২ করা নাঈমের সংগ্রহ এবার মাত্র ৫। থিতু হতে পারেননি সাকিব আল হাসানও। চার রান করে ফিরেছেন এই অলরাউন্ডার। মাহমুদুল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে আশা দেখাচ্ছিলেন মুশফিকুর রহীম। চতুর্থ উইকেটে এরা দুজন গড়েন ৩৭ রানের জুটি। এরপরেই লিয়াম লিভিংস্টোনের বলে কাটা পরেন মুশফিক। এলবি হয়ে ফিরেন ২৯ রান করে। বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি আফিফ হোসেন। তাকে ডেকে এনে রানআউট করেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ২৪ বলে ১৯ রান করে লিভিংস্টোনের বলে আউট হন রিয়াদ। মেহিদিও ফিরেছেন ১১ রান করে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদী হাসান, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জস বাটলার (উইকেটরক্ষক), ডেভিড মালান, এউইন মরগান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, মুঈন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, টাইমাল মিলস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright &copy 2022 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies