কালাই (জয়পুরহাট) প্রতিনিধি ঃ জয়পুরহাটের কালাইয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, সংখ্যালঘুদের উপর আক্রমণ, সাম্প্রদায়িক সন্ত্রাসসহ নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক করার সময় জয়পুরহাট জেলার জামায়াত ইসলামের নায়েবে আমির ও সাধারণ সম্পাদকসহ শৗর্ষ চার জামায়াত নেতাকে আটক করেছে কালাই থানা পুলিশ। সোমবার সন্ধায় কালাই পৌর শহরের সোনালী ব্যাংক শাখার নিচতলার একটি দোকানে ঘরে গোপন বৈঠককালে তাদের আটক করা হয়। আটকরা হলেন- জয়পুরহাট জেলা শাখা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ (৫৮), সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া (৪৩), জেলা জামায়াত ইসলামের সদস্য নুরুজ্জামান সরকার (৫৯) এবং কালাই উপজেলা জামায়াত ইসলামের আমির মুনছুর রহমান। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বিষয়টি নিশ্চিত করে বলেন, কালাই পৌর শহরের সোনালী ব্যাংক শাখার নিচতলার মোজাফ্ফর হোসেন (জামায়াত ইসলামের সক্রিয় কর্মী) এর দোকানে বসে সাম্প্রদায়িক হামলার পরিকল্পনা করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-উ ধারায় মামলা দায়ের করা হয়েছে। যা মামলা নং ১৯ তারিখ-২৫-১০-২০২১ খ্রি।