ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ধামইরহাটে RAB এর বিশেষ অভিযান ২৬৮ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ দুই জনকে আটক করেছে RAB আজ সোমবার ২৫/১০/২২ তারিখ ভোর আনুমানিক ৫ ঘটিকার সময় ধামইরহাট থানাধীন রুপনারায়নপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ আসমাউল হোসেন (২৮) পিতা আবুল খায়ের, সাং রুপনারায়নপুর, থানা ধামইরহাট নওগাঁ কে ও মো. মোশারফ হোসেন (৩৬) পিতা মৃত শরীফ উদ্দিন, সাং বহরমপুর দক্ষিণপাড়া, থানা পাঁচবিবি, জয়পুরহাট দ্বয়কে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির এবং স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ এর নেতৃত্বে রুপনারায়নপুর গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় আসমাউল হোসেন এর টিনশেড বসতঘরের শয়ন কক্ষ থেকে ২৬৮ বোতল ফেন্সিডিল সহ আসমাউল হোসেন এবং মোশারফ হোসেনকে হাতেনাতে গ্রেফতার করেন মর্মে জানাগেছে। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে।