দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়া থানার আয়োজনে অপরাধ দমনের লক্ষ্যে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের অংশ হিসাবে দুপচাঁচিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডে স্থাপনকৃত সিসি ক্যামেরার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে ৪নং ওয়ার্ডের মেইল বাসস্ট্যান্ড এলাকায় এ উপলক্ষে এক আলোচনা সভা থানার অফিসার ইনচার্জ হাসান আলীর সভাপতিত্বে ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর ইউনুছ আলী মহলদার মানিক এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, সাবেক প্রচার সম্পাদক মোমিনুর রহমান তালুকদার পলাশ, আ’লীগ নেত্রী শামীমা আক্তার মুক্তা, পৌর কাউন্সিলর শ্রমিক নেতা মহিদুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, পৌর কাউন্সিলর আব্দুস সালাম আলম, এসআই রাসেল আহম্মেদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অপরাধ দমনে ও অপরাধীদের সনাক্ত করতে ৪নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ ৮টি স্থানে ৮টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।