আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত বুধবার রাত সাড়ে ৮ টায় সময় উপজেলার সাইলো রোডে অভিযান চালিয়ে আব্দুর রহমান (৩৫) ও আব্দুল মালেক (২৮) নামের দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার সান্তাহার স্টেশন কলোনী এলাকার মৃত চান্দু প্রামানিকের ছেলে আব্দুর রহমান ও দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মধ্যমবাশি এলাকার মৃত নিয়ামত আলীর ছেলে আব্দুর মালেক। আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পাই সান্তাহার সাইলো রোডে মাদকদ্রব্য কেনাবেচা করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৮ টায় সময় সংগীয় ফোর্স নিয়ে উক্ত স্থানে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার সকালে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।