মোকামতলা (বগুড়া)প্রতিনিধি :বগুড়া শিবগঞ্জ উপজেলার মোকামতলায় মোটর সাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ৫কেজি গাঁজাসহ ১ব্যাক্তিকে গ্রেফতার করেছে ট্রাফিক পুলিশ। গতমঙ্গলবার সন্ধা ৬টায় মোকামতলা বন্দরে প্রতিদিনের ন্যায় মহাসড়কে যানবাহনর বৈধ কাগজপত্র যাচাইকালে ২জন ব্যাক্তিসহ মোটর সাইকেল থামানো হয়। এ সময় পেছনে থাকা বসে অপর ব্যাক্তি স্টকে পড়লে পুলিশের সন্দেহ হয়। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে বিশষ কায়দায় সিট কভারের নিচে বেধে রাখা ৫কেজি গাঁজাসহ আজিজার নামের ১ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতার কৃত ব্যাক্তি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার শিমুলবাড়ি এলাকার ফজর আলীর পুত্র আজিজার রহমান। মোকামতলা ট্রাফিক ফারির সাজেন্ট তরিকুল ইসলাম বুধবার সকালে বিষয়টি নিশ্চত করে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে।