দৈনিক চাঁদনী বাজার পত্রিকার উপদেষ্টা সম্পাদক মাকছুদার রহমান খুকু আর নেই। গতকাল মঙ্গলবার বেলা ৪টার দিকে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া—রাজেউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮০ বছর। দৈনিক চাঁদনী বাজার পত্রিকার প্রতিষ্ঠাতা মৃত মজির উদ্দিন তালুকদারের প্রথম পুত্র মাকছুদার রহমান খুকু মুকুল প্রেস এন্ড পাবলিকেশন ও চাঁদনী আবাসিকের সত্বাধিকারী এবং দৈনিক চাঁদনী বাজারের সাবেক সম্পাদক ছিলেন। মৃত্যু কালে তিনি স্ত্রী ১ ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ জোহর আলতাফুন্নেছা খেলার মাঠে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। পরে নামাজগড় কবর স্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
এদিকে দৈনিক চাঁদনী বাজার পত্রিকার উপদেষ্টা সম্পাদক মাকছুদার রহমান খুকুর ইন্তেকালে পরিবারের পক্ষে পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি সাগর কুমার রায়, সম্পাদক ও প্রকাশক সুমনা রায় গভীর শোক প্রকাশ করেছেন। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।