বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ বলেছেন, করোনা মহামারীর কারনে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছেন পুস্তক প্রকাশক ও বিক্রেতারা। কারন করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান সবচেয়ে বেশী সময় বন্ধ ছিল। কিন্তু পুস্তক ব্যবসায়ীরা সরকারের নিকট থেকে প্রণোদনা সুবিধা পাননি। সরকারের প্রণোদনা দেয়া হয়েছে সীমিত কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। তিনি বলেন, দেশে সুশাসন নেই বলে সরকারের দায়বদ্ধতাও নেই। তাই জনগনের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। তিনি অসুস্থ্য সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া সহ জিয়া পরিবারের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন। আজ শুক্রবার শহরের শহীদ টিটু মিলনায়তনে নবনির্বাচিত বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশার সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) বগুড়া জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির পরিচালক মোঃ রেজাউল করিম বাদশা মেয়র নির্বাচিত হওয়ায় বাপুস এ সম্বর্ধনার আয়োজন করে। সম্বর্ধনার জবাবে মেয়র বাদশা বলেন, আমি সমিতির কাছ থেকে এত ভালবাসা পেয়েছি যে তা কখনও শোধ করতে পারব না। তাই পৌরবাসীর সেবা করতে সবার সহযোগিতা ও দোয়া চাই। সংগঠনের সহসভাপতি এফএমজেডএম ফারুক খসরুর সভাপতিত্বে ও জেলা নেতা মাহফুজুল হকের পরিচালনায় অনুষ্ঠানে মেয়র রেজাউল করিম বাদশা ছাড়াও বক্তব্য দেন মেয়র পতœী মনোয়ারা বেগম কল্পনা , বাপুস পরিচালক শাহ আলম , গোলাম ইলাহী জাহেদ ও জামিলুর রহমান, জেলা সাধারণ সম্পাদক নাজমুল হক সোহেল সহ বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল ও ক্রেষ্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।