নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ১০ই অক্টোবর রবিবার সকাল ১০টায় নন্দীগ্রাম উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এনএটিপি-২ এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় সিআইজি সদস্যদের মাঝে প্রদর্শনী ও মিল্ক ক্রীম সেপারেশন মেশিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শিফা নুসরাতের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং কাহালু-নন্দীগ্রাম ৩৯, বগুড়া-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল আশরাফ জিন্নাহ, নন্দীগ্রাম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শ্রাবণী আকতার বানু, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ অরুনাংশু মন্ডল, নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রফিকুল ইসলাম, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ। ওই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ একরামুল হক সরকার, মহিলা বিষয়ক অফিসার খালেদা ইয়াসমিন, পরিসংখ্যান অফিসার মোঃ রবিউল ইসলাম, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল বারিক, সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ উজ্জল, রুপকথা ডেইরী ফার্মের স্বত্বাধিকারী ও নন্দীগ্রাম উপজেলা খামার এসোসিয়েশন এর সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ।