সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: শনিবার দুপুরে সোনাতলা উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দিয়েছেন সোনাতলা পৌরসভা নির্বাচনে ১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর, সাংবাদিক নিপুন আনোয়ার কাজল। তিনি উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেনের নিকট তাঁর মনোনয়নপত্র জমা দেন। এসময় তাঁর সাথে ছিলেন সরকারি নাজির আখতার কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর রফিকুল আলম বকুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য নুরুল ইসলাম মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী নিতাই সাহা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড। একইদিন মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন সাবেক সংসদ সদস্য ডাঃ হাবিবুর রহমানের পুত্র,স্বতন্ত্র প্রার্থী সাকিল রেজা বাবলা, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল হক বাবু, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হারুনুর রশীদ, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাফিউল আলম আলামিনসহ সাধারণ কাউন্সিলর মোট ২০ জন ও মহিলা সংরক্ষিত আসনে ২ জন জমা দেন। এছাড়া ১০ অক্টোবর রবিবার মনোনয়নপত্র উত্তোলন ও জমাদানের শেষ দিনে বিকেল ৫ টা পর্যন্ত মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেয়া যাবে।