উত্তরকোণ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ১৫০ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন গত ২৪ ঘণ্টায় ১৩৭ জন। অক্টোবরের ৮ দিনে ১ হাজার ৪৯৭ জন, সেপ্টেম্বরের ৭ হাজার ৮৪১ হাসপাতালে ভর্তি হয়েছেন। আগস্ট ৭ হাজার ৬৯৮ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। গত জুলাই মাসেই ভর্তি হয়েছিলেন ২ হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী। তার আগের মাসে এই সংখ্যা ছিল ২৭২ জন। ডেঙ্গু জ্বরে এ বছর এখন পর্যন্ত মারা গেছেন ৭৩ জন। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে
নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৮৮৬ জন। ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন ৭২৯ জন।
অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন ১৫৭ জন। চলতি বছরে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ১৯ হাজার ৬৯৪ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১৮হাজার ৭৩৫জন।