সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণ নিষিদ্ধকালীন সময়ে সারিয়াকান্দিতে নিবন্ধিত জেলেদের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভি.জি.এফের চাল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে কালিতলা ঘাটে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এক সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক বলেন, ০৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এসময় ইলিশ আহরণ, সংরক্ষণ ও বাজারজাত করা সম্পূন্ন নিষিদ্ধ করেছে সরকার। এসময় জেলেরা নদীতে মাছ ধরতে পারেনা। জেলেদের জীবিকা নির্বাহ করতে কষ্ট হয়। জেলেদের কষ্টের কথা চিন্তা করে সরকার ইলিশ আহরণ নিষিদ্ধকালীন মানবিক সহায়তা প্রদান করছে। উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেল মিয়ার সভাপতিত্বে ও সহকারী কমিশনার(ভূমি) দেওয়ান আকরামুল হকের সঞ্চালনায় উক্ত চাল বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা মৎস্য কর্মকর্তা সরকার আনোয়ারুল কবির আহম্মেদ। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মমতাজুর রহমান মন্ডল, সারিয়াকান্দি পৌরসভার প্যানেল মেয়র(১) মামুনুর রশীদ তরফদার, মৎস্যজীবি আবুল কাশেম প্রমূখ। সূধী সমাবেশ শেষে পৌর এলাকার ১৬০ জন নিবন্ধিত জেলেদের মাঝে ২০ কেজি করে ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক। উল্লেখ্য প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণ নিষিদ্ধকালীন মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রথম বারের মতো সারিয়াকান্দি উপজেলায় ৮৫০ জন নিবন্ধিত জেলেদের মাঝে ২০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে।