নওগাঁ জেলা প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নওগাঁর রাণীনগরে প্রস্ততিমূলক সভা ও সরকারি অনুদানের ডিও বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ অডিটোরিয়ামে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এদিন উপজেলার ৫২ টি পূজা মন্দিরে সরকারি অনুদান হিসাবে ৫শ’ কেজি করে চালের ডিও বিতরণ করা হয়েছে। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহতোর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা রোস্তম আলী, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন কুমার মহন্ত, সাধারণ সম্পাদক অমল কৃষ্ণ সরকার সহ অন্যরা।