কাহালু(বগুড়)প্রতিনিধিঃ বৃহস্পতিবার দুপুরে থানা চত্বরে কাহালু থানার আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা/২১ উদযাপন উপলক্ষে প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কাহালু থানা অফিসার ইনচার্জ মোঃ আমবার হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কাহালু থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হারুনুর অর রশিদ,সেকেন্ড অফিসার মোঃ আবু শাহিন কাদির,উপজেলা আনসার প্রতিনিধি উজ্জল,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কাহালু শাখার সহ-সভাপতি রবীন্দনাথ সরকার,সাধারণ সম্পাদক রঞ্জন কুমার প্রাং,হিন্দু,বৌদ্ধ ও খৃষ্ঠান পরিষদ কাহালু উপজেলা শাখার সভাপতি ভুবেন্দ্রনাথ পাল, সাধারণ সম্পাদক রবীন্দনাথ সরকারসহ ৩৭টি পূজা মন্ডবের সভাপতি,সম্পাদকবৃন্দ। কাহালু থানা ইনচার্জ মোঃ আমবার হোসেন জানান কাহালু উপজেলা ৩৭টি পূজামন্ডবে শারদীয় দুর্গাপূজা সুন্দর ভাবে উদযাপনের জন্য কাহালু থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করবে।