দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। গুনাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আহবায়ক রুহুল আমিন উজ্জল এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান এবং দুপচাঁচিয়া পৌর যুবদলের আহবায়ক ইউনুছ আলী মহলদার মানিক এর যৌথ পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ও শহর বিএনপির আহবায়ক কমিটির সদস্য হামিদুল হক চৌধুরী হিরু, শেখ তাজ উদ্দিন নাহিন, শহীদুন্নবী সালাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দুপচাঁচিয়া উপজেলা বিএনপির আহবায়ক এএইচএম নুরুল ইসলাম খান হিরু, যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন, দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নাসের, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান মোয়াজ্জিম হোসেন, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান এসএম হেলাল প্রমুখ।