দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার ্উদ্যোগে ও এলজিইডি এর অর্থায়নে এবং গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন প্রকল্পের তত্বাবধানে পৌর এলাকার ৪নং ওয়ার্ডের লাফাপাড়া পাকার মাথা হতে নওদাপাড়া ব্রীজ ভায়া সুমুনের দোকান হতে মান্নানের বাড়ি পর্যন্ত রাস্তার আরসিসি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে । বুধবার দুপুরে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক প্রধান অতিথি হিসাবে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন।এ সময় পৌরসভার উপসহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম,সহকারী প্রকৌশলী (সিভিল) কে এম রবিউল ইসলাম,পৌর কাউন্সিলর সাবু প্রাং,আওয়ামীলীগ নেতা এম কে এইচ তরফদারখোকন, মাসুদ আকন্দ, আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাহিদ হাসান, পৌরসভার কার্যসহকারী অপূর্ব সাহা, টিকাদানকারী শাহরিয়ার সজিব সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। মেসার্স অনিক ইন্টার ন্যাশনাল নামের ঠিকাদারী প্রতিষ্ঠান ৪৭লক্ষ ৮৭হাজার ১শত ৮৯টাকা ব্যয়ে এ রাস্তার নির্মাণ কাজ বাস্তবায়ন করছেন। উদ্বোধন শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।