বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে সমৃদ্ধ করার নিমিত্তে দেশের পর্যটন শিল্পকে নিরাপদ করার প্রয়াস হিসেবে বগুড়া জেলার প্রাচীন নগরী পুন্ড্রবর্ধনকে বিশ্বের মধ্যে পরিচিত করার প্রয়াস স্বরুপ টিএমএসএস এর নিজস্ব ৬৫ শতক জমি ট্যুরিস্ট পুলিশ অনুকূলে দানপত্র দলিল রেজিষ্ট্রি হয়েছে। দেশকে উন্নয়নের অপার সম্ভাবনার খাত পর্যটন শিল্প। এই শিল্পে শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ বাহিনীকে টিএমএসএস এর পক্ষ থেকে জমি দান করায় বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বুধবার পুলিশ হেডকোয়াটার্স ঢাকায় টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।