কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বুধবার জাতীয় জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান। আলোচনায় প্রধান অতিথির বক্তব্য উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ আমবার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মোছাঃ রওশন আরা, দূর্গাপুর ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান খান বদের, কাহালু সরকারি কলেজের প্রতিনিধি প্রভাষক মাকসুদুর রহমান মাসুদ, কাহালু প্রেসক্লাবের সভাপতি মুনসুর রহমান তানসেন, ইউপি সচিব জাকির হোসেন প্রমুখ।