আজ মঙ্গলবার বিকেলে বগুড়ার শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও আমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান অটল এর শ্বশুর আব্দুস সামাদকে দেখতে যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। তিনি তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাজেদুর রহমান জুয়েল,শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও আমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান অটল, গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, শাজাহানপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জিল্লুর রহমান, গাবতলী পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক আব্দুল লতিফ। আরো উপস্থিত ছিলেন মোস্তাক, শহিদুল ইসলাম, রাজিব, মুন সহ নেতৃবৃন্দ।