কুড়িগ্রাম : ‘নাগরিক কর্মপা প্রয়োগ করি, কার্বনমূক্ত বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যকে নিয়ে কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবস পালন করা হয়েছে। সোমবার দুপুরে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্ানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিলুফা সুলতানা, পৌর মেয়র কাজিউল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক নুরনবী খন্দকার, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোশাররফ হোসেন সরকার প্রমুখ। এসময় বক্তারা গৃহায়ণ ও গণপূর্ত বিভাগ ও কুড়িগ্রাম পৌরসভার মাধ্যমে জেলা শহরকে সুপরিকল্পিতভাবে গড়ে তুলতে একটি মাস্টারপ্লান তৈরীর প্রস্তাবনা তুল ধরেন। এছাড়াও শহরকে দুর্গন্ধমুক্ত রাখতে পরিবেশ বান্ধব ও পরিকল্পিত বর্জ ব্যবস্থাপনা গড়ে তোলার আহবান জানানো হয়।