বদলগাছী( নওগাঁ) প্রতিনিধঃ নওগাঁর বদলগাছীতে ২০২১-২০২২ অর্থ বছরে উপজেলা পর্যায়ে বেকার যুবক ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৭ দিন মেয়াদি অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বদলগাছী সদর ইউনিয়নের তেজাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পারিবারিক হাঁস-মুরগি পালন বিষয়ে ৭ দিন ব্যাপী এই প্রশিক্ষণ প্রদান করা হবে। উদ্বোধনী দিনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ এবং যুব উন্নয়ন অফিসের সুপারভাইজার দেলোয়ার হোসেন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন।