প্রায় ৪৪ লাখ টাকা ব্যয়ে বগুড়া পৌরসভার ১৫ নং ওয়ার্ডে রাস্তা নির্মান কাজ শুরু হয়েছে। রবিবার বিকেলে নির্মান কাজের উদ্বোধন করেন জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর যুবলীগ নেতা আমিনুল ইসলাম। এসময় বগুড়া সদর উপজেলা প্রকৌশলী মো: মাহবুবুল হক, দৈনিক উত্তরের দর্পণ সম্পাদক আব্দুস সালাম বাবু, সদর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী এনামুল হক, স্থানীয় সমাজসেবক সামছুল হক মন্ডল, জিল্লার হোসেন, রুমন সরকার, যুবলীগ নেতা লিটন প্রামানিক, আবু তালেব, ঠিকাদার সাইমুম ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এলজিইডি’র অর্থায়নে শহরের গোদারপাড়া বাজার হতে ছোটকুমিড়া পর্যন্ত ৫৫০ মিটার রাস্তা নির্মান কাজ সম্পন্ন হবে। এতে এই রাস্তায় চলাচলকারী প্রায় ৫ হাজার মানুষ উপকৃত হবে। রাস্তাটি নির্মান হলে এই এলাকায় বসবাসকারীরা সহজেই গোদারপাড়া বাজার ও স্কুল কলেজে যাতায়াত করতে পারবেন। রাস্তার কিছু অংশে ইট বিছানো থাকলেও গোটা রাস্তা কাঁচা, একারনে বিভিন্ন স্থানে ভেঙ্গে গর্তের সৃষ্টি হয়েছিল, এতে স্থানীয়দের চলাচল কষ্টকর হয়ে উঠেছিল। জনসাধারনের দূর্ভোগহ নিরসনে স্থানীয় কাউন্সিলর যুবলীগ নেতা আমিনুল ইসলামের প্রচেস্টায় এলজিইডির অর্থায়নে রাস্তার নির্মান কাজ শুরু হলো। খবর বিজ্ঞপ্তির।