ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে আপন ছোট ভাইকে ফাঁসাতে নিজের স্ত্রীকে ছুরিকাঘাতে খুন করেছে বাহেচ আলী (৪৫) নামে এক ব্যক্তি। রবিবার (৩ অক্টোবর) সকালে তাকে ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আটকৃকত বাহেচ আলী ধুনট উপজেলার চালাপাড়া গ্রামের মতরাজ আলীর ছেলে। আর নিহত গৃহবধু স্বপ্না খাতুন (৩৮) কাজিপুর উপজেলার বড়ইতলী নয়াপাড়া এলাকার মৃত এলাচ সুতারের মেয়ে। এঘটনায় নিহতের মা শাহার ভানু বাদী হয়ে আটককৃত জামাতা বাহেচ আলী সহ অজ্ঞাত ২/৩জনের বিরুদ্ধে ধুনট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এরআগে শনিবার (২ অক্টোবর) ভোর ৩টার দিকে ঘুমন্ত স্ত্রী স্বপ্না খাতুনকে বাড়ি থেকে ডেকে নিয়ে রাস্তায় ছুরিকাঘাতে হত্যা করে বাহেচ। স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী স্বপ্না খাতুনের পেটের ভূড়ি বেরিয়ে যায়। এঘটনার পরপরই ধুনট থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে বাহেচ আলী তার আপন ছোট ভাইকে ফাঁসাতে নিজের স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, বাহেচ আলীর সঙ্গে তার ছোট ভাই বেলার হোসেনের জমি নিয়ে বিরোধ রয়েছে। তাই ছোট ভাইকে ফাঁসাতেই নিজের ঘুমন্ত স্ত্রীকে ঘর থেকে বের করে নিয়ে গিয়ে ছুরিকাঘাতে হত্যা করে বাহেচ। এঘটনায় নিহতের মা বাদী হয়ে থানায় মামলা দায়েরের পর তাকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।