দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বন্দর নগর কবিতা সংসদের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা ও কেক কর্তনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। রোববার দুপুরে তালোড়া সরকারি কলেজ গেট এলাকায় সংসদের সভাপতি আব্দুল মজিদ খোন্দকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একেএম আব্দুল মোমিন এর পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন তালোড়া পৌরসভার মেয়র আমিরুল ইসলাম বকুল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালোড়া চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক সুভাষ প্রসাদ কানু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোখলেছার রহমান, উপজেলা বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশনের আহবায়ক নূর মোহাম্মদ, আ’লীগ নেতা তছলিম উদ্দিন, আবু তাহের রানা প্রমুখ। এসময় সংসদের সহসভাপতি হাবিব হাসান, যুগ্ম সম্পাদক দীনেশ চন্দ্র শীল, সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন, প্রচার সম্পাদক ফজলুল কবির, সদস্য ফজলুল হক উপস্থিত ছিলেন। সভা শেষে অতিথিবৃন্দরা প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।