মোকামতলা (বগুড়া)প্রতিনিধি :শিবগঞ্জের মোকামতলার বন্দের বিশষ্ট পল্লীচিকিৎসক সৈয়দপুর ইউনিয়নের অভিরাম পুর গ্রামর মৃত কাজী হান্নানের পুত্র পল্লীচিকিৎসক ডা:কাজী নাজমুল হুদা শাহীন (৫৩)গতকাল বুধবার রাত অনুমান সারে ১১টায় ষ্টোক করে ইন্তেকাল করেছেন –ইন্নালইলাহী ওয়া ইন্নালইলাহী রাজেউন।মৃত্যকালে ১স্ত্রী ১পুত্র ২কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। ডা:শাহীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছন -শিবগঞ্জ এলাকার সাবেক সংসদ এড,হাফিজুর রহমান, সাবেক সংসদ মাও শাহাদাৎজ্জামন সৈয়দপুর ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন তৌফিক, সৈয়দপুর ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি আলহাজ্ব আ:মোত্তালেব মোল্যা, মোকামতলা প্রেস ক্লাবের সভাপতি নুরুল আমিন তালুকদার, সা:সম্পাদক আপেল মাহমুদ, সহসভাপতি এনামুল হক, সাংবাদিক আতিক রহমান, ময়নুল ইসলাম, রফিকুল মাষ্টার, রাকিব, খালিদ হাসান ইউপি সদস্য রফিকুল ইসলাম,প্রমূখ। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাকফেরাত কামনা করে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।