মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুরে খরার কবলে পড়েছে চলতি মৌসুমের রোপা আমন ধান। কাঙ্খিত বৃষ্টি না হওয়ায় বৃষ্টি নির্ভর এ ফসলে সেচ দিতে বাধ্য হচ্ছেন কৃষকরা। অনেক স্থানে গভীর ও অগভীর নলকূপ চালু করে সেচ কার্যক্রম চালাতে হচ্ছে। এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। সাগরইল গ্রামের কৃষক বেলাল উদ্দিন জানান, অন্যান্য বছর প্রয়োজনীয় বৃষ্টিপাত হওয়ায় রোপা আমন ফসলে সেচ দিতে হয়নি, এবার পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় আমন ক্ষেতে সেচ দিতে হচ্ছে। ১ বিঘা জমিতে সেচ দিতে ২’শ থেকে ৩’শ টাকা খরচ হচ্ছে বলেও তিনি জানান। উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে চলতি মৌসুমে উপজেলায় ২৮ হাজার ৬’শ ৬০ হেক্টর জমিতে রোপা আমন চাষ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায় বলেন বরেন্দ্র অঞ্চল হওয়ায় এখানকার মাটির পানি অল্প দিনেই শুকিয়ে যায়। এবার অন্যান্য বছরের তুলনায় বৃষ্টি পাতের পরিমান একটু কম হওয়ায় কোন কোন স্থানে সেচ দিতে হচ্ছে। তবে এ খরায় উৎপাদন ব্যহত হওয়ার আশংকা নেই বলেও তিনি জানান।