বদলগাছী( নওগাঁ) প্রতিনিধিঃ ওয়ালটন ২য় জাতীয় যুব মহিলা হ্যান্ডবলে রানার আপ হয়েছে নওগাঁ জেলা দল তথা বদলগাছী উপজেলা যুব মহিলা হ্যান্ডবল দল। ঢাকায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় পঞ্চগড় জেলাদল ২৭-১৫ গোলে নওগাঁ জেলাদল তথা বদলগাছী উপজেলা যুব মহিলা হ্যান্ডবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। আর নওগাঁ জেলা তথা বদলগাছী উপজেলা দল রানার আপ হয়।উল্লেখ্য ২০১৮ সালে অনুষ্ঠিত ওয়ালটন ১ম জাতীয় যুব মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতায় নওগাঁ জেলা তথা বদলগাছী উপজেলা যুব মহিলা হ্যান্ডবল দল চ্যাম্পিয়ন হয়েছিল। বদলগাছী উপজেলা যুব মহিলা হ্যান্ডবল দল রানার আপ হওয়ায় উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান, উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন, থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব এর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।