প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে “শেখ হাসিনা বিশ্বজয়ী নন্দিত নেতা” শীর্ষক শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি বগুড়ার আয়োজনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক। জেলা শিল্পকলা একাডেমি বগুড়ার কালচারাল অফিসার মো. শাহাদৎ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. মোতাহার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী। অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি বগুড়া এডহক কমিটির সদস্য কবিরাজ তরুণ কুমার চক্রবর্ত্তী সহ সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাহিত্যিক, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবকমন্ডলী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরন করা হয়।