বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেছেন, বিশ্ব নেতৃত্বে মানবিকতার নেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে কাজ করে যাচ্ছেন নিরলস ভাবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষকে স্বাধীনতা দিয়েছেন, তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা স্বাধীন দেশের মানুষকে অর্থনৈতিক মুক্তির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা তিনি। টুঙ্গিপাড়ায় বাল্যশিক্ষা গ্রহণ করে ১৯৫৪ সাল ঢাকায় বসবাস শুরু করেন। ১৯৬৫ সালে মাধ্যমিক এবং ১৯৬৭ সালে (বর্তমানে ইডেন সরকারি মহিলা কলেজ) উচ্চ মাধ্যমিক পাস করে। ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগের স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধু কন্যা বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে দেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের বুকে দাড় করিয়েছেন। বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার উন্নয়নের আরেক নাম। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার বিকেলে বগুড়া জেলা ছাত্রলীগ আয়োজিত আনন্দ শোভাযাত্রা শেষে বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাসের সভাপতিত্বে আনন্দ শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন নবাব, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ, জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায়ের পরিচালনায় আনন্দ শোভাযাত্রা জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আনন্দ শোভাযাত্রাটি বগুড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।