নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে গত ২৮শে সেপ্টেম্বর বেলা ১১টায় নন্দীগ্রাম থানা চত্বরে থানার আয়োজনে আসন্ন শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, নন্দীগ্রাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান। ওই অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র সরকার, নন্দীগ্রাম হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি তীর্থ সলিল রুদ্র, সাধারণ সম্পাদক মহাদেব চন্দ্র রায়, নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র সুশান্ত কুমার সরকার (শান্ত), নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সভাপতি আঃ বারিক, সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ রউফ উজ্জল প্রমুখ। উল্লেখ্য, এবছর নন্দীগ্রামে সর্বমোট ৪৫টি পূজা মন্ডবে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।