ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীদের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সন্ধ্যায় চিকাশী ইউনিয়নের সুলতানহাটা বটতলা এলাকায় ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন টগুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম, রেজাউল করিম দুলাল, যুগ্ন সম্পাদক মহসীন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শাহাদত হোসেন, সদস্য হায়দার আলী, চিকাশী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মাস্টার, খামার ব্যবসায়ী আব্দুস সালাম, আইয়ুব আলী প্রমূখ।