ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় ধুনট উপজেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান এমপি। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা, ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ্, ধুনট উপজেলা আ’লীগের সহসভাপতি গোলাম সোবাহান, যুগ্ন সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মহসীন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান প্রমূখ।