সরকারি শিশু পরিবারের এতিমদের সাথে নিয়ে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনের কেক কাটে আকবরিয়া কেয়ার ফাউন্ডেশন। সংস্থার কার্যনির্বাহী সদস্য আদনানুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয় বগুড়ার উপ-পরিচালক আবু সাঈদ মো. কাউছার রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণতন্ত্রের মানসকন্যা ১৬ কোটি মানুষের মুক্তির দিশারী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন এতিমদের সাথে পালন করতে পেরে নিজে অনেক গর্ববোধ করছি। আজ যার জন্মদিন পালন করছি তাঁর সুদক্ষ নেতৃত্বের সুবাদেই আমরা হাজারো উন্নয়নের কথা বলতে পারছি। যারা এদেশকে তলাবিহীন ঝুঁড়ি ভিক্ষুকের দেশ হিসেবে মনে করতো তারাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বদৌলতে এ দেশের প্রশংসা করছে বহু আঙ্গিকে। এ দেশ এমডিজি বাস্তবায়নে অসাধারণ সাফল্য দেখিয়েছে এবং এসডিজি প্রগ্রেস এওয়ার্ড পেয়েছেন অতি সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এগুলো দ্বারা স্পস্ট প্রতিয়মান হয় এদেশ ভবিষ্যতে উন্নত যে কোন রাষ্টের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে সক্ষম হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, সদর সমাজসেবা কর্তকর্তা আব্দুল মোমিন, সহকারি পরিচালক শফিকুল ইসলাম, সরকারি শিশু পরিবারের উপ-তত্বাবধায়ক রীপা মোনালিসা। আকবরিয়া কেয়ার ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন মো. শাহিন, এমরান হোসেন, প্রতিষ্ঠানের শিক্ষক শাহানাজ বেগম, মনোয়ারা বেগম, মিতা মজুমদারসহ প্রমুখ।