নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ৭৫টি ফলজ বনজ ও ভেজষ গাছের চারা রোপণ কর্মসূচী পালিত হয়েছে। ‘মুজিব বর্ষে আহবান, লাগাই গাছ বাড়াই বন প্রতিপাদ্যে সোমবার দুপুরে শহরের বিজিবি বাইপাস সড়কের দু‘পাশে নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার আয়োজনে এসব গাছের চারা রোপন করা হয়। এসময় বৃক্ষ রোপনে অংশ গ্রহন করেন নওগাঁ জেলা কৃষকলীগের যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম, নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও বৃক্ষ প্রেমিক সাংবাদিক মাহমুদুন নবী বেলাল, যুবলীগ নেতা সেরেকুল ইসলাম বাপ্পি, সিএনএন বাংলা টিভির জেলা প্রতিনিধি সোহেল রানা, মধুমতি টিভির জেলা প্রতিনিধি সজিব হোসেন প্রমূখ। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ৭৫ টি ফলজ বনজ ও ভেজষ গাছের চারা রোপণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিশেষ মোনাজাত করা হয়।