টিএমএসএস এর আইডিয়া প্রজেক্টের উদ্যোগে ও ওয়ার্ল্ড ফিস প্রজেক্টের অর্থায়নে গত রবিবার নওগাঁ সদরে স্থানীয় সেবাদানকারীদের অংশগ্রহণে চার দিনব্যাপী পুকুরে মাছ ও পাড়ে শাক সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
স্থানীয় সেবা গ্রহণকারীদের (্এলএসপি) উদ্যোগে মৎস্য চাষ বিষয়ক কারিগরি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন টিএমএসএস’র প্রকল্প সমন্বয়কারী সাকের আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন পুষ্টিবিদ ঝন্টু বাকচি সহ টিএমএসএস কর্মকর্তাবৃন্দ। এর মাধ্যমে পুষ্টির বৈচিত্র রক্ষা হবে। উল্লেখ্য এই প্রশিক্ষণে ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। উক্ত প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে দেশব্যাপী কৃষক, মৎস্যচাষী ও উদ্যোক্তাদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।