দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) দুপচাঁচিয়ার তালোড়া ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সোমবার বিকেলে স্থানীয় একটি চাতালে অনুষ্ঠিত হয়েছে। তালোড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে ও বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম বাবু এবং তালোড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান এর যৌথ পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল। প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া শহর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান বকুল, বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস সদস্য এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, কেএম খায়রুল বাশার, শেখ তাহাউদ্দিন নাহিন, শহীদ উন নবী সালাম, দুপচাঁচিয়া থানা বিএনপির আহবায়ক এএইচএম নুরুল ইসলাম খান হিরু, যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, আহবায়ক কমিটির সদস্য ও ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হোসেন তোজাম, ১৭নং ওয়ার্ড বিএনপির আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর মোর্শেদ মিঠন । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তালোড়া পৌর বিএনপির সভাপতি সাবেক তালোড়া পৌর মেয়র আব্দুল জলিল খন্দকার, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক প্রমুখ। পরে দ্বিতীয় অধিবেশনে মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে সভাপতি, এনামুল হককে সাধারণ সম্পাদক ও তৈয়ব আলীকে সাংগঠনিক করে ৭১সদস্য বিশিষ্ট তালোড়া ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়।