মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি ঃ সমতলের আদিবাসীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করণ, সমাধানের উপায় নির্ধারন ও রাষ্ট্রীয় সেবা গ্রহন ও অধিকার রক্ষায় সচেতনতামূলক উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার জোয়ানপুর বেলপাড়া আদিবাসী পল্লীতে বেসরকারি ও উন্নয়ন ও মানবাধিকার সংস্থা আরকোর উদ্যোগে এ উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়। আরকোর এ্যাডভোকেসি অফিসার নাইচ পারভীনের সঞ্চালনায় এ উঠোন বৈঠকে বক্তব্য রাখেন ঢাকা থেকে আগত হেক্স ইপারের পিদিম প্রকল্পের প্রকল্প ম্যানেজার ইসরাত জাহান বিজু অর্থ ও প্রশাসনিক কর্মকর্তা রাকিবুজ্জামান প্রকল্প কর্মকর্তা, হেক্স ইপারের প্রকল্প কর্মকর্তা সিফাত ইমরানুর রউফ, উপজেলা এ্যাডভোকেসি প্লাট ফর্মের সভাপতি সাংবাদিক ও প্রভাষক আজাদুল ইসলাম আজাদ , সাধারণ সম্পাদক যোগেশ উরাও, আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি চঞ্চল পাহান প্রমুখ। এ উঠোন বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি ও আদিবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।